
স্বার্থের পিছনে মানুষ ঘুরে কিন্তু মানুষের পিছনে মানুষ ঘুরে না। হায়রে স্বার্থের দূনিয়া। অতীতে সাবেক তিন বারের এমপি, মেজর জেনারেল অবঃ মোঃ সুবিদ আলী ভূঁইয়া মহোদয় ও বর্তমান দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান, মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন মহোদয় কে ধোকা দিয়ে বোকা বানিয়ে নেতা হয়েছেন টাকার পাহাড় গড়েছেন। আজ তারাই আবার একজন সাদা সিদে সরল সোজা লোকটি নামটি না বললেই নয় যে লোকটি মাটি কামড়িয়ে – কামড়িয়ে ছাত্র জীবন থেকে শুরু করে আজ, দাউদকান্দি – তিতাস উপজেলা গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রী,
আরো পড়ুন:সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
জননেত্রী শেখ হাসিনা”র আপার আস্হাশীল ব্যক্তি, জাতীয় সংসদ সদস্য, আইবির সভাপতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সম্মানিত সদস্য, ইন্জিনিয়ারি আব্দুস সবুর মহোদয় এর উপর, অতীতের স্বার্থকবাজরা ভর করেছে। আজ আবার ঐ গোষ্ঠীটি এমপি মহোদয় এর উপর ভর করেছে। অতীতে তারাই তো তিন বারের এমপি”র উপর ভর করে নেতা হয়েছে টাকার পাহাড় গড়েছে, আজ তারাই আবার আপনার ভর করেছে। আমার ৪০ বছরের আওয়ামী লীগের রাজনীতির অভিজ্ঞতার অর্জনে বলছি যে ভর করা স্বার্থকবাজ লোকগুলো কি? ভবিষ্যতে আপনার পিছনে থাকবে কি? মোঃ জসিম মোল্লা।