
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ প্রয়োজন। এ জন্য ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা উচিত। তিনি বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে স্বাচ্ছন্দ্যের সঙ্গে প্রতিটি ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
সোমবার দুপুরে ফেনীর পরশুরামের বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।ডা: শফিকুর রহমান বলেন, বল্লামুখা বাঁধ নিয়ে সরকার শান্তিপূর্ণ স্থায়ী সমাধানের পথে হাঁটুক। শুধু এ বেড়িবাঁধ নয়, পুরো নদীজুড়ে যে বকগুলো দেওয়া হয়েছিল সেগুলো পড়ে গেছে। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। সেখানে যদি দুর্নীতি না হতো, বছর বছর যে বাজেট হয়েছে তা কাজে লাগতো তাহলে মানুষের এ দু:খ দূর হয়ে যেতো। ভয়াবহ বন্যার কবল থেকে মানুষ রেহাই পেত।
জামায়াত আমির বলেন, সরকার পতনের আন্দোলনে প্রবাসীদের বড় অবদান রয়েছে। এ আন্দোলনে ও দেশ গড়ায় প্রবাসী ভাইদের অবদান অস্বীকার করতে পারব না। তাদের বিশাল অবদান রয়েছে। এজন্য আন্দোলনে যারা জীবন দিয়েছেন বা পঙ্গু হয়েছেন তাদের ন্যায় আমরা প্রবাসীদের কাছেও ঋণী। সব মিলিয়ে পুরো জাতির কাছেই আমরা ঋণী।