
হরিরামপুর উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১টা থেকে উপজেলা হলরুমে হরিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গ্রামীণ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে পরিবর্তনের লক্ষ নিয়ে কৃষক স্মার্ট কার্ড পদ্ধতির মাধ্যমে সম্প্রসারণ সেবা, উপকরণ ভর্তুকি সহায়তা ও ঋন সহায়তা সহজলভ্যকরণ, এক্রিডিটেড টেস্টিং প্রসেস এবং উন্নত ল্যাবরেটরি স্থাপন, যুব-মহিলাকে প্রশিক্ষণ প্রদান, তথ্য ব্যবস্থার উন্নয়নসহ নানা কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য কৃষকদের মাঝে তুলে ধরা হয়।
এছাড়া পরিবেশগত ও সামাজিক সুরক্ষায় প্রাকৃতিক আবাসস্থল, জীববৈচিত্র্য, বালাই ব্যবস্থাপনা, মাটি ও প্রাণিসম্পদ, বন ও বনাঞ্চল, স্থানীয় সম্প্রদায়, ভৌত ও সাংস্কৃতিক সম্পদ, অনিচ্ছাকৃত পুনর্বাসন এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, কৃষকদের হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে উৎপাদনমুখি কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রুপান্তরিত করতে সারাদেশের ন্যায় হরিরামপুরে পার্টনার ফিল্ড স্কুলের বিভিন্ন কর্মকান্ড পরিচালনা অব্যাহত রয়েছে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার প্রধান অতিথির ব্যক্তব্যে কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার তৌহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল ইসলামসহ কৃষক-কৃষানীরা।