
ঢাকাই চলচ্চিত্রের আ চিত্রনায়িকা আলোচিত পরীমণি। বর্তমানে সিনেমার পাশাপাশি দুই সন্তান নিয়েই ব্যস্ততা তার। তবে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় তাকে। প্ল্যাটফর্মটিতে সিনেমা, ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন এ অভিনেত্রী।এবার সেই ধারাবাহিকতায় কারও নাম না উল্লেখ করে ইঙ্গিতমূলক একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পরীমণি।
সকাল সাড়ে ৮টার দিকে ফেসবুক অ্যাকাউন্ট এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘জি ছোট্ট আপা, একদম ঠিক। ‘জি, আপনি খুবই বাস্তববাদী। আপনি এতই বাস্তববাদী যে, আপনার হাতে আটকে থাকা তিনটি সিনেমা শেষ হওয়ার পরই সিনেমা থেকে সরে যেতে চাইছেন। যদি সত্যি আপনার নিজস্ব কোনো অনুভূতি থেকে এখান থেকে চলে যেতে চান, তো এই মুহূর্তেই ছেড়ে দেন। আর যদি না ছাড়তে হয়, তাহলে আজীবন এটাকে সগর্বে বহন করে যান। এই যে আপনি এত যুগ পরে এসে আপনার সন্তানদের দোহাই দিচ্ছেন, এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন আপনার সন্তানদের কারো দশ বছর হয়ে যাবে, কারো সাত বছর হয়ে যাবে।’এ অভিনেত্রী প্রশ্ন রেখে লিখেছেন, ‘আপা আপনি কি একবারও ভেবেছেন, আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা।