চিত্রনায়িকা পরীমনি ব্যক্তিগত জীবনে শরীফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ ও তার নানা মারা যাবার পরে একা হয়ে গিয়েছিলেন তিনি। তবে ছেলে পুণ্য ও দত্তক নেওয়া মেয়েকে নিয়েই যেন এখন আনন্দময় সময় পার করছেন। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের বিষয়টি জানিয়েছেন। পোস্ট দিয়ে পরীমণি জানানা যে, ‘আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন।আবেগঘন পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানা ভাই মারা যাওয়ার সময় আমার আশেপাশের পরিচিত জনেরাও মনে করেছিল আমি বোধহয় স্বাভাবিক থাকতে পারব না আর।’আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন উল্লেখ করে পরী বলেন, ।
‘এখন এই মুহূর্তেও আমি ঠিক এটাই ভাবছি, মহান আল্লাহ পৃথিবীর সব কিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি আল্লাহ কিছু নেয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।’সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘হ্যাঁ পরী আপু তুমি ঠিকই বলছ ছেলেমেয়েদের থেকে কোন কিছুই ইম্পরট্যান্ট না যদি পাশে ছেলে-মেয়ে থাকা একটা অন্যরকম একটা অনুভূতি যে অনুভূতি পৃথিবীতে আর কোন কিছুতেই নেই।’ আরেকজন বলছেন, ‘বাচ্চারাই একটা মেয়ের জীবনের শক্তি সেই শক্তি দিয়ে একটা মেয়ে জীবনে অনেক দূর একা যেতে পারে।’