
রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীতে আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে তার কাছে থাকা ২০০ ভরি সোনা ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এর আগে এদিন রাত সাড়ে ৮টায় ধানমন্ডিতে ১০-১২ জনের একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়।এ ছাড়া গত দুই-তিন দিনে রাজধানীর বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাতে নগরীতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মনে।
ছিনতাইরোধে পুলিশের ৩টি বিশেষায়িত ইউনিট মাঠে নেমেছেন জানিয়েছে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, রাত্রিকালে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। আমরা বিষয়টি নোটিশে নিয়েছি। বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ঢাকা মেট্রপলিটন পুলিশ, র্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ পেট্রোলিং করবে। আজ (সোমবার) থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কি না। না হলে আমাদের অন্য কৌশলে যেতে হবে। আইজিপি বাহারুল আলম আরও বলেন, একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। সেটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।