
দলীয় শৃঙ্খলা ভেঙে পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়ায় গাইবান্ধা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আমিন মন্ডল সুমনকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা যায়। মঙ্গলবার গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:গাইবান্ধায় মহান মে দিবস পালিত
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্তে অবিলম্বে কার্যকর হবে। তৌহিদুল আমিন মন্ডল সুমন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পলাশবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।