Dhaka 1:36 pm, Saturday, 15 March 2025

রউফের দুর্দান্ত বোলিংয়ে সিরিজে সমতা ফেরালো পাকিস্তান

  • Reporter Name
  • Update Time : 06:52:00 pm, Friday, 8 November 2024
  • 40 Time View

ডান-হাতি পেসার হারিস রউফের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা ফেরালো সফরকারী পাকিস্তান।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ২০১৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে জিতলো পাকিস্তান। এরপর চার ম্যাচ খেলেও জয় পায়নি তারা। ইনিংসে বল হাতে ২৯ রানে ৫ উইকেট নেন রউফ। মেলবোর্নে সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটে জয় পেয়েছিলো অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪১ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ম্যাথু শর্ট ১৯ ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে ১৩ রানে  ফিরিয়ে  দেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি।

চতুর্থ বোলার হিসেবে আক্রমণে এনে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ধস নামান রউফ। জশ ইংলিশ(১৮), মার্নাস লাবুশেন (৬), অ্যারন হার্ডি (১৪), গ্লেন ম্যাক্সওয়েল (১৬) এবং  অধিনায়ক প্যাট কামিন্সকে (১৩)  শিকার করেন রউফ। এর ফলে ১৪৬ রানে নবম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

শেষ দিকে এডাম জাম্পা করেন ১৮ রান। এর  সুবাদে ৩৫ ওভারে ১৬৩ রানের  সম্মানজনক সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

৮ ওভার বল করে ২৯ রানে ৫ উইকেট নেন রউফ। ৩৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। ২০২৩ সালের আগস্টে হাম্বানটোটায় আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নিয়েছিলেন রউফ। ঐ ম্যাচে ১৮ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি।

এই ইনিংসে উইকেটরক্ষক হিসেবে ৬টি ক্যাচ নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এর আগে এক ইনিংসে ৬টি ক্যাচ নেওয়ার ঘটনা ঘটেছে ১১ বার। এরমধ্যে সরফরাজ আহমেদের পর পাকিস্তানের দ্বিতীয় উইকেটরক্ষক হলেন রিজওয়ান।

১৬৪ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের উপর চড়াও হন পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। উদ্বোধনী জুটিতে ১২৩ বলে ১৩৭ রান তোলেন তারা। ৫টি চার ও ৬টি ছক্কায় ৭১ বলে ৮২ রান করে আউট হন সাইম।

সাইম ফেরার পর বাবর আজমকে নিয়ে ১৪১ বল বাকী রেখে পাকিস্তানের জয় নিশ্চিত করেন শফিক। ৪টি চার ও ৩টি ছক্কায় ৬৯ বলে অনবদ্য ৬৪ রান করেন শফিক। ১৫ রানে অপরাজিত থাকেন বাবর। ম্যাচ সেরা হয়েছেন রউফ।

পার্থে আগামী ১০ নভেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

রউফের দুর্দান্ত বোলিংয়ে সিরিজে সমতা ফেরালো পাকিস্তান

Update Time : 06:52:00 pm, Friday, 8 November 2024

ডান-হাতি পেসার হারিস রউফের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা ফেরালো সফরকারী পাকিস্তান।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ২০১৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে জিতলো পাকিস্তান। এরপর চার ম্যাচ খেলেও জয় পায়নি তারা। ইনিংসে বল হাতে ২৯ রানে ৫ উইকেট নেন রউফ। মেলবোর্নে সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটে জয় পেয়েছিলো অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪১ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ম্যাথু শর্ট ১৯ ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে ১৩ রানে  ফিরিয়ে  দেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি।

চতুর্থ বোলার হিসেবে আক্রমণে এনে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ধস নামান রউফ। জশ ইংলিশ(১৮), মার্নাস লাবুশেন (৬), অ্যারন হার্ডি (১৪), গ্লেন ম্যাক্সওয়েল (১৬) এবং  অধিনায়ক প্যাট কামিন্সকে (১৩)  শিকার করেন রউফ। এর ফলে ১৪৬ রানে নবম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

শেষ দিকে এডাম জাম্পা করেন ১৮ রান। এর  সুবাদে ৩৫ ওভারে ১৬৩ রানের  সম্মানজনক সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

৮ ওভার বল করে ২৯ রানে ৫ উইকেট নেন রউফ। ৩৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। ২০২৩ সালের আগস্টে হাম্বানটোটায় আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নিয়েছিলেন রউফ। ঐ ম্যাচে ১৮ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি।

এই ইনিংসে উইকেটরক্ষক হিসেবে ৬টি ক্যাচ নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এর আগে এক ইনিংসে ৬টি ক্যাচ নেওয়ার ঘটনা ঘটেছে ১১ বার। এরমধ্যে সরফরাজ আহমেদের পর পাকিস্তানের দ্বিতীয় উইকেটরক্ষক হলেন রিজওয়ান।

১৬৪ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের উপর চড়াও হন পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। উদ্বোধনী জুটিতে ১২৩ বলে ১৩৭ রান তোলেন তারা। ৫টি চার ও ৬টি ছক্কায় ৭১ বলে ৮২ রান করে আউট হন সাইম।

সাইম ফেরার পর বাবর আজমকে নিয়ে ১৪১ বল বাকী রেখে পাকিস্তানের জয় নিশ্চিত করেন শফিক। ৪টি চার ও ৩টি ছক্কায় ৬৯ বলে অনবদ্য ৬৪ রান করেন শফিক। ১৫ রানে অপরাজিত থাকেন বাবর। ম্যাচ সেরা হয়েছেন রউফ।

পার্থে আগামী ১০ নভেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।