পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে দেশটির সেনাবাহিনীর একটি গাড়িতে গতকাল রোববার ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে বিস্ফোরণ ঘটনো হয়েছে। এতে দেশটির সাত সেনা সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশটির লাকি মারওয়াতে এই হামলা হয়েছে। অঞ্চলটি দায়িত্বরত একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেছেন, বিস্ফোরণে পুরো গাড়ি ধ্বংস হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বিস্ফোরণের পর ওই গাড়িতে গুলি চালানো হয়। দেশটির এই প্রদেশটিতে বছরের পর বছর ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে আসছে। ওই কর্মকর্তা বলেন, খাইবার পাখতুনখোয়ায় যে অঞ্চলটি সবচেয়ে সন্ত্রাসীদের হামলার শিকার তার মধ্যে লাকি মারওয়াত অন্যতম। সর্বশেষ এ হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।