
পাবনা সদর উপজেলার গয়েশপুরে বাবু শেখ নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাবু শেখ সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে গয়েশপুর ইউপির রাঘবপুর ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:বন্ধুরাষ্ট্র নিয়ে দোষারোপের রাজনীতি করবেন না: কাদের
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে বাবু শেখ রাঘবপুর ফকিরপাড়া মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পূর্ববিরোধের জেরে বাবু শেখকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।