
দীর্ঘ দিন মহেশপুর পৌরসভার রাস্তা গুলো ভাঙ্গাচুরা থাকায় পৌরবাসীর চলাচলে একেবারেই অনউপযোগী হয়ে মুখ থুবড়ে পড়েছিলো। এই অবস্থায় এশিয়ান ডেবোলাপমেন্ট ব্যাংক এর অর্থায়নে মহেশপুর পৌরসভায় ৪ হাজার ৮৬৮ মিটার ড্রেন,২হাজার ৭৯০মিটার রাস্তা ও ১৬০মিটার প্যালাসাইডিং কাজের উদ্বোধন করেন মহেশপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।
উক্ত কাজের প্রাক্কলিত মুল্য ২২ কোটি ৯ লাখ টাকা। যার চুক্তি মুল্য ১৮ কোটি ৭৩ লাখ টাকা। কাজটি বরাদ্ধ পেয়েছেন খুলনার ডকইর্য়াড এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওর্য়াকস লিমিটেড।
গতকাল সোমবার সকাল ১১টায় কলেজ বাসষ্টান্ডে কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী সোহেল রানা, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম , প্রকল্প ইঞ্জিনিয়ার এস এম রাসেদুজ্জামান, মহেশপুর বণিক কল্যাণ সমিতির সভাপতি মোমিন খান সহ স্থানীয় নেতৃবৃন্দ।