Dhaka 9:13 pm, Wednesday, 19 March 2025

জামালপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জামালপুর জেলা দায়রা জজ আদালত।

জামালপুরে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার (১৯ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুবকর ছিদ্দিক এ আদেশ দেন।দণ্ডপ্রাপ্ত শামছুল হক পৌর শহরের পাথালিয়া এলাকার বাসিন্দা। খালাসপ্রাপ্ত আব্দুল হালিমের বাড়ি শেরপুর সদর উপজেলার কুলুরচর বেপারীপাড়া গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের পিলখানা এলাকায় মো. দেলোয়ার হোসেন দিলদারের বাসা ভাড়া নিয়ে শামছুল হক মাদক ব্যবসা করছেন, এমন সংবাদের ভিত্তিতে ২০১৫ সালের ১৮ ডিসেম্বর অভিযান চালিয়ে শামছুল হককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার নিকট থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয় এবং আব্দুল হালিম নামে আরও একজন পালিয়ে যায়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে আজ বুধবার রায় ঘোষণা করা হয়।

রায়ে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি শামছুল হকের উপস্থিতিতে বিচারক মো. আবুবকর ছিদ্দিক তার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন। এ ছাড়া আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ কে এম নাজমুল হুদা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

জামালপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

Update Time : 04:25:03 pm, Wednesday, 19 March 2025

জামালপুরে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার (১৯ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুবকর ছিদ্দিক এ আদেশ দেন।দণ্ডপ্রাপ্ত শামছুল হক পৌর শহরের পাথালিয়া এলাকার বাসিন্দা। খালাসপ্রাপ্ত আব্দুল হালিমের বাড়ি শেরপুর সদর উপজেলার কুলুরচর বেপারীপাড়া গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের পিলখানা এলাকায় মো. দেলোয়ার হোসেন দিলদারের বাসা ভাড়া নিয়ে শামছুল হক মাদক ব্যবসা করছেন, এমন সংবাদের ভিত্তিতে ২০১৫ সালের ১৮ ডিসেম্বর অভিযান চালিয়ে শামছুল হককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার নিকট থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয় এবং আব্দুল হালিম নামে আরও একজন পালিয়ে যায়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে আজ বুধবার রায় ঘোষণা করা হয়।

রায়ে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি শামছুল হকের উপস্থিতিতে বিচারক মো. আবুবকর ছিদ্দিক তার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন। এ ছাড়া আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ কে এম নাজমুল হুদা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান।