
হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণেও প্রভাব ফেলেছিলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী।এবার মায়ের পথেই হাঁটছেন অভিনেত্রী জাহ্নবী কাপুরও। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমার দুনিয়ায় একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি। গত বছর দক্ষিণের অভিনেতা এনটিআর জুনিয়রের সঙ্গে ‘দেভারা’ সিনেমা করে আলোচনায় এসেছেন জাহ্নবী। দক্ষিণী সুপারস্টার রামচরণের নায়িকাও হয়েছেন তিনি। এবার আল্লুর সঙ্গী হতে চলেছেন এ নায়িকা। বেশ কয়েক বছর ধরে আল্লুর নায়িকা হিসেবে রাশমিকা মান্দানাকে দেখে অভ্যস্ত দর্শকরা। সেই ধারাবাহিকতার পরিবর্তন আনতে চাইছেন নায়ক নিজেই। জানা যায়, ‘দেভারা’ সিনেমায় জাহ্নবীর অভিনয় দেখে অর্জুন এই অভিনেত্রীকে নায়িকা হিসেবে পেতে আগ্রহী হয়েছেন। আল্লু ও জাহ্নবীকে নিয়ে সিনেমা বানাবেন পরিচালক অ্যাটলি কুমার। মাসখানেক আগে অ্যাটলির স্ত্রী প্রিয়ার জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছিল জাহ্নবীকে। তখন থেকেই গুঞ্জন ওঠে অ্যাটলির সিনেমায় দেখা যেতে পারে জাহ্নবীকে। সেই গুঞ্জন এবার সত্যি হতে চলেছে।