
বাবার পথেই হাঁটতে চলেছেন বলিউড সুপারস্টার আমির খানের পুত্র জুনায়েদ খান। শিগগিরই রুপালি পর্দায় আসছেন তিনি। সে কারণে ২৬ কেজি ওজনও কমিয়েছেন তিনি। জানা গেছে, ‘মহারাজ’ নামে একটি সিনেমায় দেখা যাবে জুনায়েদকে। পর্দায় বাবার মতোই পারফেক্টভাবে নিজেকে উপস্থাপন করতেই ৫ কিংবা ১০ কেজি নয়, একেবারে ২৬ কেজি ওজন ঝড়িয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জুনায়েদের এত পরিশ্রম, সংগ্রাম সবই শেখা বাবা আমিরের কাছ থেকে।
আরও পড়ুন:বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তার অভিনীত প্রথম সিনেমা ‘মহারাজ’-এ একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইতোমধ্যে প্রকাশিত ‘মহারাজ’ সিনেমার পোস্টারে ওজন কমানোর কারণে জুনায়েদের লুকই বদলে গেছে। প্রসঙ্গত, ১৮৬১ সালের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মহারাজ’। সিনেমাটি পরিচালনায় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। জুনায়েদ ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন— জয়দীপ, শালিনি পান্ডে, শর্বরী প্রমুখ। ১৪ জুন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘মহারাজ’।