
এক সময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ। ক্যারিয়ার এক যুগেরও বেশি। মাঝে ব্যক্তি জীবনে নানা ঝুট-ঝামেলার জন্য কাজ থেকে দূরে ছিলেন। দুবছর আগে থেকে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন। কাজ করছেন টিভি নাটক ও ওটিটি কনটেন্টে। পাশাপাশি বিভিন্ন স্টেজ প্রোগ্রামেও অংশ নিচ্ছেন। এবারের ঈদে তিনি একাধিক নাটক ও নৃত্যানুষ্ঠান নিয়ে পর্দায় হাজির থাকবেন বলে জানিয়েছেন।
এরই মধ্যে অভিনয় করেছেন শহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নামে দুটি নাটকে। এগুলোর শুটিং শেষ হয়েছে। এছাড়া বিটিভির একটি নাচের অনুষ্ঠানের শুটিংও করেছেন তিনি। শখ বলেন, ‘নবী ভাইয়ের পরিচালনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। তার গল্পগুলো একদম সমসাময়িক। যে কারণে অভিনয় করতে ভীষণ ভালো লাগে। আগামী ঈদের জন্য যে দুটি নাটকে অভিনয় করেছি দুটিরই গল্প সুন্দর এবং ট্রেন্ডি। এজন্য অভিনয় করতেও ভীষণ ভালো লেগেছে। আমি খুব আশাবাদী দুটি নাটক নিয়ে।’ নত্যানুষ্ঠান নিয়ে তিনি বলেন, ‘নাচ আমার বরাবরই পছন্দের বিষয়। বিটিভির জন্য যে নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছি সেটাও দারুণ। যেহেতু আমি নাচেরই মেয়ে। নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমার বেশি ভালো লাগে। দর্শকের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমার দুটো নাটক এবং নাচের অনুষ্ঠানও উপভোগ করার জন্য।’