
বিশ্ববাজারের সাথে সমন্বয় করে দেশে লিটারপ্রতি ১ টাকা বাড়ানো হয়েছে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম। মধ্যরাত থেকে রাজধানীসহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। তবে, দাম বাড়ার বিষয়টি জানেন না অনেক গ্রাহক।
গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসেবে প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হয়।
শুক্রবার জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা, পেট্রোল ১ টাকা বাড়িয়ে ১২২ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে বাড়িয়ে ১২৬ টাকা করা হয়েছে।
বিশ্ববাজারের সাথে সমন্বয় করে এ বছরের ১ জানুয়ারি ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমানো হয়েছিল। অপরিবর্তিত ছিল পেট্রোল ও অকটেনের দাম। এ মাসে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এ সিন্ধান্ত নেয় সরকার।