
দেশজুড়ে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষক-শিক্ষার্থীরা।নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষক-শিক্ষার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এ আয়োজনে বক্তব্য দেন ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক রাজিয়া সুলতানা। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা হাতে বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক বক্তব্য সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও বিচার নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন তারা।