নারী দিবস উপলক্ষে বাক স্বাধীনতার বার্তা দিলেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’- এর প্রচার করতে তিনি সম্প্রতি কলকাতায় এসেছিলেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ও তৃপ্তির হাসি হেসে নারী দিবসকে কেন্দ্র করে তিনি বলেন, নারীদের নিয়ে আমি একটাই কথা বলতে চাই। তা হলো- নারীদের কখনো পুরুষ হওয়া উচিত না। প্রকৃত নারী হিসেবে সেটা আমাদের কাজও নয়। আমরা নারীরা সবাই খুব সুন্দর। আমাদের প্রতিনিয়তই সেই সৌন্দর্যকে উদ্যাপন করা উচিত।
পরিশ্রম করা উচিত। আর সবচেয়ে বড় বিষয় হলো- বাক স্বাধীনতায় বিশ্বাসী হতে হবে। নারী সহিংসতার বিরুদ্ধে কথা বলতে হবে। সেটা নিজের জন্য হোক কিংবা অন্যের জন্য। প্রতিবাদ করতে হবে। এ ছাড়াও তিনি বলেন, ছেলে হোক কিংবা মেয়ে দু’জনকেই সমান শিক্ষায় মানুষ করাতে আমি বিশ্বাসী। জেন্ডারের বিষয় নেই। এ ছাড়া আরেকটি বিষয় আমার কাছে মনে হয়, যেসব নারীরা সংসার সামলে কাজে যান, তারা সবাই এক একজন যোদ্ধা। সেই তুলনায় আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। এর কারণ নিজের কাজ বাছাই করতে পারি। অনেক নারীর কাছে সেই সুযোগ থাকে না। বাধ্য হয়ে এমন কাজও করেন যাতে তাদের সায় থাকে না।