
আজিজুল হক তামিম ও লিটন কুমার দাসের পঞ্চাশোর্ধ রানের ইনিংসের সুবাদে মাঝারি সংগ্রহ পেয়েছিল গুলশান ক্রিকেট ক্লাব। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বাকিরা ব্যর্থ হলেও একা হাতে দারুণ সেঞ্চুরিতে জয় এনে দিয়েছেন অধিনায়ক এনামুল হক বিজয়। ঈদের আগে ঢাকা প্রিমিয়ার লীগে গতকালই ছিল শেষ রাউন্ড। বিকেএসপির ৪ নম্বর মাঠে গুলশানকে ৪ উইকেটে হারায় গাজী গ্রুপ
। টস জিতে আগে ব্যাটিং করা গুলশান ২৮১ রান করে। জবাবে ম্যাচসেরা বিজয়ের ১৪৪ রানের ইনিংসে ১০ বল হাতে রেখে জয় পায় গাজী। ৮ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে গাজী গ্রুপ, ৮ ম্যাচে ৪ জয়ে সাতে গুলশান। রান তাড়ায় নেমে বিজয় ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ১১ চার ও ৩ ছক্কার ইনিংসে ১৪২ বলে ১৪৪ রান করেন তিনি। ৪০ বলে ৪৫ রান করেন সাদিকুর রহমান।চলতি লীগে এটা বিজয়ের দ্বিতীয় সেঞ্চুরি। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সব ক্রিকেট মিলিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এই ওপেনারের তিন অঙ্কের ইনিংস এখন ৪৯টি। এর আগে ব্যাটিংয়ে নামা গুলশানের উদ্বোধনী জুটি ৩৯ রানে ভাঙলে উইকেটে আসেন লিটন দাস। আজিজুল হাকিমের সঙ্গে ১১৫ রানের জুটি গড়েন তিনি। ৭৬ বলে ৫৩ রান করে আজিজুলের আউট হলে ভাঙে এই জুটি। ফিফটি পেরিয়ে সেঞ্চুরির দিকে ছোটা লিটন আক্ষেপে পোড়েন ৮৩ রানে। ৬২ বলের ইনিংসে হাঁকান ৭ ছক্কা ও ৫ চার।