পাহাড়, তার পাদদেশে বেড়ে ওঠা গাছ, অরণ্য, সমুদ্র আর আকাশ আড্ডায় বসল। কাছাকাছি কোনো নদী না থাকায় নদীর প্রতিনিধি হয়ে একটি পাখি এসে যোগ দিল আড্ডায়। পাখিকে অভ্যর্থনা জানিয়ে পাহাড় জানতে চাইল, ‘আসতে পথে কোনো অসুবিধা হয়নি তো?’
পাখি বলল, ‘না। চাঁদের আলোতে আসার পথটি সুগম ছিল।‘বেশ। এবার শুনি নদী কী বলল?’‘বলেছে অনেক কথা। প্রথমেই তোমাকে জানাতে বলল পাহাড়-পর্বতের পাথরখণ্ড ফেটে নদীর সূচনা। তাই সে তোমার প্রতি কৃতজ্ঞ।‘কেমন আছে নদী?’‘ভালো নেই।। নদী বাঁচলে যে মানুষ বাঁচে, সেটি মানুষ ভুলে যাচ্ছে
পাহাড়, তার পাদদেশে বেড়ে ওঠা গাছ, অরণ্য, সমুদ্র আর আকাশ আড্ডায় বসল। কাছাকাছি কোনো নদী না থাকায় নদীর প্রতিনিধি হয়ে একটি পাখি এসে যোগ দিল আড্ডায়। পাখিকে অভ্যর্থনা জানিয়ে পাহাড় জানতে চাইল, ‘আসতে পথে কোনো অসুবিধা হয়নি তো?’পাখি বলল, ‘না। চাঁদের আলোতে আসার পথটি সুগম ছিল।’‘বেশ। এবার শুনি নদী কী বলল?’‘বলেছে অনেক কথা। প্রথমেই তোমাকে জানাতে বলল পাহাড়-পর্বতের পাথরখণ্ড ফেটে নদীর সূচনা। তাই সে তোমার প্রতি কৃতজ্ঞ।‘কেমন আছে নদী?’‘ভালো নেই। দিন দিন শুকিয়ে যাচ্ছে।’‘এমা কেন! নদীর কিসের অত চিন্তা যে শুকিয়ে যাচ্ছে?’‘চিন্তায় নয় গো! নদীর ওপর মানুষের শোষণ এবং দূষণের কারণে শুকিয়ে যাচ্ছে। নদী বাঁচলে যে মানুষ বাঁচে, সেটি মানুষ ভুলে যাচ্ছে।