
দুবাইয়ের মিডিয়া গ্রুপ ওএসএনে বিনিয়োগের ঘোষণা দিয়েছে ওয়ার্নার ব্রস ডিসকভারি, যা মধ্যপ্রাচ্যে মার্কিন মিডিয়া জায়ান্টটির উপস্থিতি শক্তিশালী করবে। চুক্তির আওতায় স্ট্রিমিং পরিষেবা ওএসএন প্লাসের এক-তৃতীয়াংশ মালিকানার জন্য ৫ কোটি ৭০ ডলার বিনিয়োগ হবে।
তবে চূড়ান্ত অনুমতি পেতে নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র এখনো বাকি রয়েছে। চুক্তি বাস্তবায়ন হলে ওয়ার্নার ব্রস ডিসকভারির ১১ কোটি ৭০ লাখ গ্রাহককে লক্ষ্য করে কাজের সুযোগ পাবে ওএসএন। গ্রুপটি ২২টি দেশে কার্যক্রম পরিচালনার পাশাপাশি টিভি সিরিজ ও চলচ্চিত্র সরবরাহ করে। এ গ্রুপের ওটিটি প্লাটফর্মের মধ্যে রয়েছে ওএসএন প্লাস ও অ্যাঙ্গামি। খবর ও ছবি দ্য ন্যাশনাল