
গুলশানে প্রতিনিয়ত বেড়েই চলেছে অনুমোদনহীন স্পা ও ম্যাসাজ পার্লার এবং এসব প্রতিষ্ঠান ঘিরে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলামকে ঘিরে কয়েকটি জাতীয় পত্রিকায় স্পা সেন্টারের ঘুষ বাণিজ্য নিয়ে অপ-প্রচার চালিয়ে আসছে। তবে গুলশানের এসব অবৈধ স্পাগুলোর বিষয়ে অফিসার ইনচার্জ কিছুই জানেন না বলে মন্তব্য করেন এবং তিনি বলেন, সামাজিক দ্বায়বদ্ধতা থেকে সাধারন মানুষের সামাজিক ফিরিয়ে আনতে পুলিশ চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু জাতীয় দৈনিক রুপবানী পত্রিকাসহ একাধিক পত্রিকায় যেধরনের সংবাদ প্রকাশ করেছে তার কোনটাই সত্য নয়। আমরা প্রতিনিয়ত এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি ও আপনারা খুব শীর্ঘই জানতে পারবেন এসব অবৈধ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুন: বাসায় ফিরলেন খালেদা জিয়া
এদিকে অসাধু ব্যবসায়দের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের অভিযানে তাদের প্রতিষ্ঠান তালা বন্ধ হলেও নিয়মঅনুযায়ী জরিমানা দিয়ে পুনরায় শুরু করে অনৈতিক কর্মকান্ড। কিন্তু বন্ধ হয়না নয়ন, ইভা, সুমনা এবং রিয়াসহ একাধিক সিন্ডিকেটের প্রতিষ্ঠান। তবে এসব ব্যবসায়ীদের কেন্দ্র করে ওসিকে ব্যবহার করে বিভিন্ন গনমাধ্যমে উক্ত অসাধু ব্যবসায়ীরা অপ-প্রচার চালিয়েছে বলে জানা গেছে। সে বিষয়ে ওসি মাজহারুল ইসলাম বলেন, তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি। তাছাড়া আমার নাম ভাঙ্গিয়ে যদি কেউ এসব অনৈতিক কর্মকান্ড করে থাকে তাহলে তাৎক্ষনিক আমাকে জানানোর নির্দেশ রয়েছে। আর অপরাধীরা যতই ক্ষমতাশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা। তাছাড়া গুলশানে এসব ব্যবসা পুরানো। এটা নতুন কিছুই নয় এবং আমি এই থানায় যোগদান করার পরই একটি কুচক্রমহল আমার বিরুদ্ধে এসব অপ-প্রচার চালাচ্ছে। আমি এসব অবৈধ টাকা খাইওনা না আর এসব বিষয় জানিওনা।
অন্যদিকে এলাকাবাসি অভিযোগ করে বলেন, ডিএমপির পুলিশ বাহিনীর ওসি মাজহারুল ইসলামের বেশ শুনাম রয়েছে। তবে আমরা যতটুকু জানি তিনি এসব বিষয় খুবই কঠোর। তাছাড়া তিনি দেশের যে কয়টি থানায় কর্মরত ছিলেন সেখানে বেশ শুনামের সহিদ কাজ করেছেন এবং পুলিশ বাহিনীতে তার যথেষ্ঠ ভুমিকা রয়েছে। দেশের সাধারন জনগন তার প্রতি অনেক বিশ্বাস ও ভালবাসা রাখেন ও তিনি গুলশান থানায় যোগদানের পর হইতে এপর্যন্ত বেশ কয়েকটি অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করে দিয়েছেন। শুধু তাইনা তিনি গতমাসে ওমরাহ পালন করে আসছেন।
আরও পড়ুন: সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি সরকারের সম্পত্তি : হাইকোর্ট
One thought on “গুলশানে স্পা সেন্টারকে ঘিরে ওসির বিরুদ্ধে অপ-প্রচারের চেষ্টা ”