Dhaka 3:49 pm, Monday, 28 April 2025

ট্রাফিক পুলিশের কাজে বাধা

ট্রাফিক পুলিশের কাজে বাধা

রাজধানীর বংশাল থানাধীন তাঁতিবাজার মোড় এবং লালবাগ থানাধীন বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের কাজে বাধা, ট্রাফিক আইন লঙ্ঘন ও পুলিশের উপর হামলার অভিযোগে এক রিকশাচালক ও এক অটোরিকশা আরোহীকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর বিশেষ ম্যাজিস্ট্রেট।
ডিএমপি’র মুখপাত্র উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রোববার তাঁতিবাজার মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করে রিকশাচালক মো. আখতার হোসেন।

পুলিশ তাকে থামতে বললে তিনি পুলিশ সদস্যের উপর হামলা করেন। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান অপরাধটি আমলে নিয়ে মো. আখতার হোসেনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০২ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, লালবাগ থানাধীন বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করে একটি অটোরিকশা। পুলিশ অটোরিকশাটি থামানোর চেষ্টা করলে অটোরিকশার আরোহী সোহেল রানা পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে সোহেল রানাকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০২ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ডিসি তালেবুর রহমান জানান, মহানগরবাসী ও চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ট্রাফিক পুলিশের কাজে বাধা

Update Time : 11:37:40 pm, Sunday, 27 April 2025

রাজধানীর বংশাল থানাধীন তাঁতিবাজার মোড় এবং লালবাগ থানাধীন বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের কাজে বাধা, ট্রাফিক আইন লঙ্ঘন ও পুলিশের উপর হামলার অভিযোগে এক রিকশাচালক ও এক অটোরিকশা আরোহীকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর বিশেষ ম্যাজিস্ট্রেট।
ডিএমপি’র মুখপাত্র উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রোববার তাঁতিবাজার মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করে রিকশাচালক মো. আখতার হোসেন।

পুলিশ তাকে থামতে বললে তিনি পুলিশ সদস্যের উপর হামলা করেন। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান অপরাধটি আমলে নিয়ে মো. আখতার হোসেনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০২ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, লালবাগ থানাধীন বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করে একটি অটোরিকশা। পুলিশ অটোরিকশাটি থামানোর চেষ্টা করলে অটোরিকশার আরোহী সোহেল রানা পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে সোহেল রানাকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০২ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ডিসি তালেবুর রহমান জানান, মহানগরবাসী ও চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।