
ঠাণ্ডা মাথার বলেই কত প্রশংসা মহেন্দ্র সিং ধোনির। কোনো ক্রিকেটারকে যদি ধোনির একটি গুণ নিতে বলা হয়, তবে তারা ধোনির কুল মেজাজ চাইবেন। কিন্তু ‘ক্যাপ্টেন কুল’ একবার মেজাজ হারিয়ে বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন। সেই দিনের ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন ধোনি। দিয়েছেন জীবনমূখি পরামর্শ।
২০১৯ আইপিএলের ঘটনা। আইপিএলে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। তখন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। জয়ের জন্য শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৮ রান। বেন স্টোকসের বলে ফেরেন ধোনি। শেষ তিন বলে দরকার ৮ রানের। উইকেটে মিচেল স্যান্টনার। এসময় একটি ফুলটস দেন স্টোকস। মাঠের দুই ব্যাটসম্যান তর্কে জড়িয়ে পড়েন আম্পায়ারদের সঙ্গে। এরপরই ডাগআউট থেকে মাঠে ঢুকে পড়েন ধোনি। আম্পায়ারদের সঙ্গে বেশ কয়েক মিনিট তর্ক চলে। তবে আম্পায়াররা তাদের সংশোধিত সিদ্ধান্তে অটল থাকেন। ডেলিভারিটি বৈধ ঘোষণা করেন। ওইদিনের সেই আচরণ নিয়ে নিজেও বিরক্ত ধোনি।আসন্ন আইপিএলের আগে রোববার এক অনুষ্ঠানে সঞ্চালক মান্দিরা বেদির এক প্রশ্নে ওই ঘটনা স্মরণ করেন ধোনি, ‘এটা ঘটেছিল আইপিএলের একটি ম্যাচে। আমি মাঠের ভেতর ঢুকে পড়েছিলাম। এটা আমার বড় ভুল ছিল। কিন্তু এর বাইরেও এমন কিছু ঘটনা ঘটেছিল, যা পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল।’