Dhaka 11:17 pm, Friday, 21 March 2025

এবার হিন্দি গানে নুসরাত

অভিনয় আর সৌন্দর্যে প্রায় দেড় দশক ।

অভিনয় আর সৌন্দর্যে প্রায় দেড় দশক ধরে টলিউড কাঁপাচ্ছেন নুসরাত জাহান। কিন্তু টলিউড ছাড়াও এবার বলিউডেও দেখা যাবে তাকে। স্বামী যশ দাশগুপ্ত ইতিমধ্যেই হিন্দি ছবিতে অভিনয় করে ফেলেছেন। এবার নুসরাতের পালা। যীশু, শাশ্বত, পরমব্রত, মিমি চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যদের মতোই এবার বলিউডের খাতায় নাম লেখালেন টলিপাড়ার গ্ল্যামারাস এই নায়িকা। টিপস মিউজিকের তরফে কুমার তুরানি প্রযোজিত এক হিন্দি গানের মিউজিক ভিডিওতে অভিনয় করলেন নুসরাত। ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্নেহা শেট্টি কোহলি। গায়ক পাপনের গাওয়া ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’- গানে অভিনয় করেছেন নুসরাত। হিন্দি গানটির সঙ্গে নারীকণ্ঠে থাকছে ‘কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া’- এর ফিউশন। নুসরাতের বিপরীতে মিউজিক ভিডিওতে বলিউড অভিনেতা প্রিয়াঙ্কা শর্মাকে দেখা যাবে। উত্তর কলকাতার লাহা বাড়িতে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হলো। দুর্গাপুজোর আমেজে সেজে উঠেছিল লাহা বাড়ি। ঢাকের বাজনা থেকে সাবেকি সাজ, লাল শালু, ধূনোর গন্ধ, ফুলের সুবাসে গোটা বাড়ি জুড়ে তখন উৎসবের আমেজ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

এবার হিন্দি গানে নুসরাত

Update Time : 12:52:20 pm, Friday, 21 March 2025

অভিনয় আর সৌন্দর্যে প্রায় দেড় দশক ধরে টলিউড কাঁপাচ্ছেন নুসরাত জাহান। কিন্তু টলিউড ছাড়াও এবার বলিউডেও দেখা যাবে তাকে। স্বামী যশ দাশগুপ্ত ইতিমধ্যেই হিন্দি ছবিতে অভিনয় করে ফেলেছেন। এবার নুসরাতের পালা। যীশু, শাশ্বত, পরমব্রত, মিমি চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যদের মতোই এবার বলিউডের খাতায় নাম লেখালেন টলিপাড়ার গ্ল্যামারাস এই নায়িকা। টিপস মিউজিকের তরফে কুমার তুরানি প্রযোজিত এক হিন্দি গানের মিউজিক ভিডিওতে অভিনয় করলেন নুসরাত। ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্নেহা শেট্টি কোহলি। গায়ক পাপনের গাওয়া ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’- গানে অভিনয় করেছেন নুসরাত। হিন্দি গানটির সঙ্গে নারীকণ্ঠে থাকছে ‘কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া’- এর ফিউশন। নুসরাতের বিপরীতে মিউজিক ভিডিওতে বলিউড অভিনেতা প্রিয়াঙ্কা শর্মাকে দেখা যাবে। উত্তর কলকাতার লাহা বাড়িতে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হলো। দুর্গাপুজোর আমেজে সেজে উঠেছিল লাহা বাড়ি। ঢাকের বাজনা থেকে সাবেকি সাজ, লাল শালু, ধূনোর গন্ধ, ফুলের সুবাসে গোটা বাড়ি জুড়ে তখন উৎসবের আমেজ।