
গেল কয়েক বছরে বলিউডের বেশ কয়েকজন তারকা বিয়ে করে সংসারী হয়েছেন। এদের মধ্যে রয়েছেন পরিণীতি-রাঘব, সিদ্ধার্থ-কিয়ারা, অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন, ক্যাটরিনা-ভিকিসহ আরও অনেকে। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় ধরেই শোনা যাচ্ছে, সোনাক্ষীর চেয়ে বয়সে দুই বছরের ছোট জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন তিনি। যদিও নিজেদের প্রেমের সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেমিক জাহিরকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী। আগামী ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। এই জুটির বিয়ের অনুষ্ঠান হবে ‘সোবো হটস্পটে’। তবে বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগত স্তরেই রাখা হবে বলে জানা গেছে।