Dhaka 12:31 am, Thursday, 20 March 2025

নর্মের সম্ভাবনা তাহসিনের

মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।

 বিশ্ব জুনিয়র দাবায় জয়ের দেখা পেয়েছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। মন্টেনেগ্রোতে রোববার রাতে নরওয়ের আন্তর্জাতিক মাস্টার তাকসেলকে হারান তিনি। ২৩২৩ রেটিংধারী তাহসিন ২৪৮৭ রেটিংধারী তাকসেলকে হারিয়ে নর্ম অর্জনের সম্ভাবনা জাগিয়েছেন। বিশ্ব জুনিয়র দাবা ১১ রাউন্ডের খেলা হলেও নয় রাউন্ডের পারফরম্যান্সে রেটিং পয়েন্ট ২৪৫০ ও নয় রাউন্ডের মধ্যে তিন আইএমসহ ৫০% শতাংশ প্রতিপক্ষ টাইটেলধারী হলে আইএম নর্ম হয়।

ষষ্ঠ রাউন্ড পর্যন্ত তার পারফরম্যান্স রেটিং পয়েন্ট ২৩৪৯। ইতোমধ্যে তাহসিন দুই জন আইএমের মুখোমুখি হয়েছেন। সোমবার রাতে সপ্তম রাউন্ডে আজারবাইজানের আইএমের সঙ্গে খেলছেন বাংলাদেশের এই দাবাড়ু । সপ্তম-নবম রাউন্ড পর্যন্ত জয় বা ড্র রাখতে পারলে আইএম নর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের একমাত্র সন্তান তাহসিনের। নবম রাউন্ডে শর্ত পুরণ না হলেও এগারো রাউন্ডের খেলা হওয়ায় দশ ও এগারো রাউন্ডেও ভিন্ন শর্ত পুরণের সুযোগ রয়েছে এই ফিদে মাস্টারের। বিশ্ব জুনিয়র দাবায় খেলছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়ও। তিনি স্বাভাবিক ছন্দে নেই। দুই রাউন্ড হারের পর পঞ্চম রাউন্ডে জিতলেও রবিবার ইতালিয়ান ফিদে মাস্টারের সঙ্গে ষষ্ঠ রাউন্ডে ড্র করে পয়েন্ট হারিয়ে হারিয়েছেন। এখন পর্যন্ত কোনো গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি না হওয়ায় ও পারফরম্যান্স রেটিং মাত্র ২১৮৭ হওয়ায় এই প্রতিযোগিতা থেকে নীড়ের গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

নর্মের সম্ভাবনা তাহসিনের

Update Time : 12:04:16 pm, Tuesday, 4 March 2025

 বিশ্ব জুনিয়র দাবায় জয়ের দেখা পেয়েছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। মন্টেনেগ্রোতে রোববার রাতে নরওয়ের আন্তর্জাতিক মাস্টার তাকসেলকে হারান তিনি। ২৩২৩ রেটিংধারী তাহসিন ২৪৮৭ রেটিংধারী তাকসেলকে হারিয়ে নর্ম অর্জনের সম্ভাবনা জাগিয়েছেন। বিশ্ব জুনিয়র দাবা ১১ রাউন্ডের খেলা হলেও নয় রাউন্ডের পারফরম্যান্সে রেটিং পয়েন্ট ২৪৫০ ও নয় রাউন্ডের মধ্যে তিন আইএমসহ ৫০% শতাংশ প্রতিপক্ষ টাইটেলধারী হলে আইএম নর্ম হয়।

ষষ্ঠ রাউন্ড পর্যন্ত তার পারফরম্যান্স রেটিং পয়েন্ট ২৩৪৯। ইতোমধ্যে তাহসিন দুই জন আইএমের মুখোমুখি হয়েছেন। সোমবার রাতে সপ্তম রাউন্ডে আজারবাইজানের আইএমের সঙ্গে খেলছেন বাংলাদেশের এই দাবাড়ু । সপ্তম-নবম রাউন্ড পর্যন্ত জয় বা ড্র রাখতে পারলে আইএম নর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের একমাত্র সন্তান তাহসিনের। নবম রাউন্ডে শর্ত পুরণ না হলেও এগারো রাউন্ডের খেলা হওয়ায় দশ ও এগারো রাউন্ডেও ভিন্ন শর্ত পুরণের সুযোগ রয়েছে এই ফিদে মাস্টারের। বিশ্ব জুনিয়র দাবায় খেলছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়ও। তিনি স্বাভাবিক ছন্দে নেই। দুই রাউন্ড হারের পর পঞ্চম রাউন্ডে জিতলেও রবিবার ইতালিয়ান ফিদে মাস্টারের সঙ্গে ষষ্ঠ রাউন্ডে ড্র করে পয়েন্ট হারিয়ে হারিয়েছেন। এখন পর্যন্ত কোনো গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি না হওয়ায় ও পারফরম্যান্স রেটিং মাত্র ২১৮৭ হওয়ায় এই প্রতিযোগিতা থেকে নীড়ের গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।