
কয়েকমাস ধরেই আলোচনায় দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও গায়ক শেখ সাদী। দুজনকে ঘিরে একাধিকবার গুঞ্জন উঠেছে, প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। দুজন একাধিকবার এসেছেন শিরোনামে। সম্প্রতি কোনো এক পুরুষের বাহুডোরে মাথা রেখে ছবি দিয়েছিলেন পরীমনি।যদিও সেই ব্যক্তিরে চেহারা প্রকাশ করেননি তবে তাকে শেখ সাদী বলেই ধরে নিচ্ছে নেটিজেনরা।
তবে এসব আলোচনা, গুঞ্জন মোটেও পাত্তা দিচ্ছেন না পরীমনি। পাত্তা দিচ্ছেন না শেখ সাদীও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন পরীমনি। সেই পোস্টেও মন্তব্য করেছেন শেখ সাদী।সেখা সাদী জানান, খাবার খেতে কষ্ট কলে তাকে যেন পরী কল করেন। তার মন্তব্যের জবাবে পরী জানান যে, তার ফোনে কল দেওয়ার মতো টাকা নেই।পরীর সেই পোস্টে সাদী মন্তব্য করেছেন, ‘আপনি নিশ্চয়ই আল্লাহ তায়ালার অনেক প্রিয়। আমার কেনো যেন মনে হয় এই বিষয়টা আপনি নিজেও উপলব্ধি করতে পারেন। আল্লাহ আপনার সাথে আছেন এবং উনি অবশ্যই আপনার জন্য দারুণ কিছু পরিকল্পনা করে রেখেছেন। হাসি খুশি থাকুন, জীবনকে উপভোগ করুন । দুজনকে নিয়ে আবারও চলছে আলোচনা, গুঞ্জন। নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। আবার কারো কারো মতে, দুজনের এই সম্পর্কটা একেবারেই বন্ধুত্ব।