Dhaka 10:32 pm, Monday, 17 March 2025

উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন

আগুনে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে।

উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। এই ঘটনার পর পুলিশ ১৫ জনকে আটক করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে  রোববার (১৬ মার্চ) ভোরে কোকানি শহরে মর্মান্তিক এই ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স তোসকভস্কি জানান, কনসার্টের সময় ব্যবহৃত “পাইরোটেকনিক ডিভাইস” এর কারণে আগুন লেগেছিল। তার কথায়, “স্ফুলিঙ্গ আগুনের সৃষ্টি করে … এবং আগুন ডিস্কো থেকে ছড়িয়ে পড়ে।”ওই ক্লাবে প্রায় ৫০০ জন মানুষ দেশের জনপ্রিয় হিপ-হপ জুটির একটি কনসার্টের জন্য জড়ো হয়েছিল। পাবলিক প্রসিকিউটর অফিসের একজন মুখপাত্র বিবিসির নিউজ আওয়ারকে বলেছেন, ব্যান্ডের মাত্র একজন সদস্য বেঁচে গেছেন এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কনসার্টে মোট ১৫৫ জন আহত হয়েছেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স টোসকোভস্কি বলেছেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি যোগ করেছেন যে আগুনের ঘটনার সাথে “ঘুষ ও দুর্নীতি” জড়িত রয়েছে বলে সন্দেহের কারণ রয়েছে। তিনি বলেন, ভেন্যুটির পরিচালনার বৈধ লাইসেন্স নেই।

জানা গেছে, দেশটির রাজধানী স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত  স্থানটিকে “ইমপ্রোভাইজড নাইটক্লাব” হিসাবে বর্ণনা করা হয়েছে, তবে আগে এটি কার্পেটের গুদাম ছিল। সেখানে কনসার্ট চলাকালে পেছনের দরজাটি তালাবদ্ধ ছিল এবং আগুন নেভানোর ব্যবস্থা ছিল না বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন

Update Time : 03:32:59 pm, Monday, 17 March 2025

উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। এই ঘটনার পর পুলিশ ১৫ জনকে আটক করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে  রোববার (১৬ মার্চ) ভোরে কোকানি শহরে মর্মান্তিক এই ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স তোসকভস্কি জানান, কনসার্টের সময় ব্যবহৃত “পাইরোটেকনিক ডিভাইস” এর কারণে আগুন লেগেছিল। তার কথায়, “স্ফুলিঙ্গ আগুনের সৃষ্টি করে … এবং আগুন ডিস্কো থেকে ছড়িয়ে পড়ে।”ওই ক্লাবে প্রায় ৫০০ জন মানুষ দেশের জনপ্রিয় হিপ-হপ জুটির একটি কনসার্টের জন্য জড়ো হয়েছিল। পাবলিক প্রসিকিউটর অফিসের একজন মুখপাত্র বিবিসির নিউজ আওয়ারকে বলেছেন, ব্যান্ডের মাত্র একজন সদস্য বেঁচে গেছেন এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কনসার্টে মোট ১৫৫ জন আহত হয়েছেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স টোসকোভস্কি বলেছেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি যোগ করেছেন যে আগুনের ঘটনার সাথে “ঘুষ ও দুর্নীতি” জড়িত রয়েছে বলে সন্দেহের কারণ রয়েছে। তিনি বলেন, ভেন্যুটির পরিচালনার বৈধ লাইসেন্স নেই।

জানা গেছে, দেশটির রাজধানী স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত  স্থানটিকে “ইমপ্রোভাইজড নাইটক্লাব” হিসাবে বর্ণনা করা হয়েছে, তবে আগে এটি কার্পেটের গুদাম ছিল। সেখানে কনসার্ট চলাকালে পেছনের দরজাটি তালাবদ্ধ ছিল এবং আগুন নেভানোর ব্যবস্থা ছিল না বলেও জানিয়েছেন কর্মকর্তারা।