
আমি ওদের বললাম খেলতে, ওরা বললো টাকা না পেলে খেলবো না। এরপর আর কী বলবো, আমিও তো ক্রিকেটার’- মন্তব্যটা দুর্বার রাজশাহী অধিনায়ক তাসকিন আহমেদের। আরেক ক্রিকেটার বললেন, ‘আমাদেরও তো বাইরের লীগ খেলতে যেতে হয়, এখন বিদেশিদের সামনে কি আর ইজ্জত থাকলো?২০০৮ সালে প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে আত্মপ্রকাশ ঘটে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ- আইপিএলের। এরপর যত দিন গড়িয়েছে বিশ্বজুড়ে এই ধরনের টুর্নামেন্টের প্রসার বেড়েছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগ, পাকিস্তান সুপার লীগ, লঙ্কা প্রিমিয়ার লীগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ, দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি, সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি হচ্ছে ধারাবাহিকভাবে।
মনকি ফ্র্যাঞ্চাইজি দলটির মালিক এক দেশীয় ক্রিকেটারকে পারিশ্রমিক না দেওয়া নিয়ে খোলামেলা বিতর্কিত মন্তব্যও করেছেন।এসব নিয়ে কয়েকজন দেশীয় ক্রিকেটের সঙ্গে কথা হয় দৈনিক মানবজমিনের। নাম প্রকাশ না করার শর্তে এক একজন পেসার বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের সামনে তো আমাদের ইজ্জত আর থাকলো না।খুলনা টাইগার্সের অস্ট্রেলিয়ান ব্যাটার উইলিয়াম বোসিস্টো বলেন, এই ধরনের কর্মকাণ্ড যে কোনো টুর্নামেন্টের ভবিষত্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তিনি বলেন, ‘শুনেছি এক দলে একটু সমস্যা হয়েছে, সেটিতে একটু হতাশ হয়েছি। আসলে এতে টুর্নামেন্টের ওপরে নেতিবাচক প্রভাব পড়ে। পৃথিবীর আর কোনো ফ্র্যাঞ্চাইজি লীগে পারিশ্রমিক পাওয়া নিয়ে ক্রিকেটারের অভিযোগের কথা শোনা যায় না।