
বান্দরবান সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঁঞার নানা অপকর্ম ও শিক্ষকদের হয়রানির প্রতিবাদ ও অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে বান্দরবান শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষকদের সঙ্গে শিক্ষক, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, একাডেমিক সুপারভাইজার ও কমিটির সঙ্গে দ্বন্দ্ব লাগানো ছিল তার প্রধান কাজ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনে নিজের পছন্দের মানুষকে নির্বাচিত করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি টাকা দাই করেন এবং টাকা না দিলে নানাভাবে হয়রানি করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, মোস্তাফিজুর রহমান ক্ষমতার অপব্যবহার করে জেলা শিক্ষা অফিসের রেষ্টরুমে স্বপরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতা বন্ধ করে রেখেছেন তিনি। তার অত্যাচারে অতিষ্ঠ শিক্ষক সমাজ। এভাবে চলতে থাকলে পিছিয়ে পড়া পাহাড়ি জনপদে শিক্ষা ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বান্দরবান সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভুঁঞাকে দ্রুত অপসারণের দাবি জানান বান্দরবান জেলায় কর্মরত শিক্ষক-কর্মচারীরা।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে মোস্তাফিজুর রহমান ভুঁঞার লামা উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা থাকাকালীন সময়ে বিভিন্ন অনিয়মের কারণে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। কিন্তু তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী কোন ব্যবস্থা না নেয়ার কারণে দিনের পর দিন এ ধরণের অপকর্ম করে যাচ্ছে।