
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের পদত্যাগ ও প্রত্যাহারের দাবিতে নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি পালন করবে সাত কলেজে শিক্ষার্থীরা।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিক্ষোভ শেষে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীদের পক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম বলেন, তাদের দাবি মেনে না নিলে নিউমার্কেট থানা ঘেরাও করা হবে এবং কলেজ সমূহের সামনের সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করতে দেয়া হবে না।