
ওপার বাংলার প্রেক্ষাগৃহে চলছে রুক্মিণী মৈত্র’র ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। সিনেমাটি দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। মাত্র দু’দিনে ছবিটি ২৫ লাখ ব্যবসা করে ফেলেছে। এর মধ্যেই নির্মাতা সৃজিত মুখার্জি ঘোষণা দিলেন তার নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় বিনোদিনীর ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলী। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন সৃজিত। সেই অনুষ্ঠানে ‘বাবলি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী এবং ‘সন্তান’র জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শুভশ্রী। একের পর এক সিনেমায় দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি।
কখনো ডিগ্ল্যাম চরিত্রে কখনো বৃদ্ধার ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী। এবার নয়া চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। উল্লেখ্য, এই সিনেমায় বিনোদিনীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। সেই অনুযায়ী ২০২১ সালে সিনেমার ঘোষণা হওয়ার পর লুকও প্রকাশ্যে আসে। ন্যাড়া মাথায় বিনোদিনীর লুকে প্রশংসা কুড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে মাঝে নানা জটিলতায় সিনেমার কাজ স্থগিত হয়েছে একাধিকবার। এবার নায়িকা বদলের ঘোষণা দিয়েছেন সৃজিত। ছবিতে শ্রীচৈতন্য’র ভূমিকায় দেখা যাবে পরমব্রত চ্যাটার্জিকে।