Dhaka 10:55 pm, Sunday, 27 April 2025

ক্ষ্যাপার দলের নতুন গান ‘মানুষ চেনো না’

মানুষ চেনো না

সামাজিক অবক্ষয় আর মানবতার সংকট নিয়ে আবারও গান বেঁধেছে ব্যান্ড ‘ক্ষ্যাপার দল’। তাদের নতুন গান ‘মানুষ চেনো না’ প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেল স্টুডিও প্রোটিউনবিডিতে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের দলনেতা সুমন কল্যাণ। গানটির সুর করেছেন তিনিই। কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি।

সুমন কল্যাণ জানালেন, বছর দেড়েক আগে লেখা হয়েছিল গানটি। মানুষে মানুষে হানাহানি আর সহিংসতার বাস্তবতা থেকেই তৈরি হয়েছে এই গান। মানবতা ও শান্তির আহ্বানই এর মূল বার্তা।

তিন বছর আগে গঠিত ব্যান্ড ‘ক্ষ্যাপার দল’-এ সুমন কল্যাণের সঙ্গে আছেন মান্নান সোহেল (ড্রামস), রাজীব ঘোষ (গিটার) ও দানেশ (গিটার)।

‘ক্ষ্যাপার দল’ আশা করছে, মানবতাবাদী ও শান্তিপ্রত্যাশী শ্রোতাদের মন ছুঁয়ে যাবে তাদের নতুন গান ‘মানুষ চেনো না’।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ক্ষ্যাপার দলের নতুন গান ‘মানুষ চেনো না’

Update Time : 10:40:26 am, Sunday, 27 April 2025

সামাজিক অবক্ষয় আর মানবতার সংকট নিয়ে আবারও গান বেঁধেছে ব্যান্ড ‘ক্ষ্যাপার দল’। তাদের নতুন গান ‘মানুষ চেনো না’ প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেল স্টুডিও প্রোটিউনবিডিতে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের দলনেতা সুমন কল্যাণ। গানটির সুর করেছেন তিনিই। কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি।

সুমন কল্যাণ জানালেন, বছর দেড়েক আগে লেখা হয়েছিল গানটি। মানুষে মানুষে হানাহানি আর সহিংসতার বাস্তবতা থেকেই তৈরি হয়েছে এই গান। মানবতা ও শান্তির আহ্বানই এর মূল বার্তা।

তিন বছর আগে গঠিত ব্যান্ড ‘ক্ষ্যাপার দল’-এ সুমন কল্যাণের সঙ্গে আছেন মান্নান সোহেল (ড্রামস), রাজীব ঘোষ (গিটার) ও দানেশ (গিটার)।

‘ক্ষ্যাপার দল’ আশা করছে, মানবতাবাদী ও শান্তিপ্রত্যাশী শ্রোতাদের মন ছুঁয়ে যাবে তাদের নতুন গান ‘মানুষ চেনো না’।