অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল হিসেবে শোবিজে পা রাখেন পারসা ইভানা। তবে অভিনয় দিয়েই দর্শক হৃদয়ে জায়গা করেছেন তিনি। এবার তিনি আরও ভালো অভিনয়ের দিকে মন দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভিনয় প্রশিক্ষণের খ্যাতনামা স্টুডিও ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে সরাসরি অভিনয় শেখার সুযোগ পেয়েছেন পারসা। অভিনয়ে ‘প্রপার টেকনিক ও ক্যামেরা পারফরম্যান্স’ বিষয়ে আট সপ্তাহ এই প্রশিক্ষণের সুযোগ পেলেন তিনি।
পারসা ইভানা বলেন, আমি জুমে অডিশন দিয়েছি। আমাকে আটটি মনোলোগ পাঠিয়েছিল তারা।সেখান থেকে ২/৩ পৃষ্ঠার একটি সিলেক্ট করতে হয়েছে। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বললেন, তুমি তো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি অভিনয়ে আরও প্রশিক্ষণ নিতে চাও? উত্তরে আমি বললাম, আমি কখনো অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিশদ জানতে চাই আমি। এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং তৎক্ষণাৎই তিনি বলে দিলেন যে, তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত হয়েছো। তিনি আরও বলেন, যদিও এটা আমার জন্য খুব কঠিন একটি পরীক্ষা ছিল কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিয়ে ভীষণ উপভোগ করেছি।