Dhaka 2:16 pm, Saturday, 29 March 2025

আইসিসি এলিট প্যানেলে দুই নতুন মুখ

আম্পায়ারের তালিকা থেকে বাদ পড়েছেন ।

আইসিসি এলিট প্যানেল আম্পায়ারের তালিকা থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। তরুণদের জায়গা করে দেওয়ার লক্ষ্যে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।তাদের জায়গায় ঢুকেছেন দক্ষিণ আফ্রিকার আলাহুদিন পালেকার ও ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। পালেকার ৪ টেস্ট, ২৩ ওয়ানডে ও ৬৭টি টি-টোয়েন্টি এবং ওয়ার্ফ ৭ টেস্ট, ৩৩ ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন।আইসিসি চেয়ারম্যান জয় শাহ এলিট প্যানেলে মনোনিত হওয়া আম্পায়ারদের অভিনন্দন জানিয়েছেন। একইসাথে বিদায়ী আম্পায়ার গফ এবং উইলসনকে ধন্যবাদ জানিয়ে।

আইসিসি এলিট প্যানেল অফ আম্পায়ার্স (২০২৫-২৬):

– কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
– ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড)
– অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)
– রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
– রিচার্ড কেটলবোরো (ইংল্যান্ড)
– নিতিন মেনন (ভারত)
– আল্লাহুদিন পালেকার (দক্ষিণ আফ্রিকা)
– আহসান রাজা (পাকিস্তান)
– পল রাইফেল (অস্ট্রেলিয়া)
– শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ)
– রডনি টাকার (অস্ট্রেলিয়া)
– অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

আইসিসি এলিট প্যানেলে দুই নতুন মুখ

Update Time : 11:51:39 am, Wednesday, 26 March 2025
আইসিসি এলিট প্যানেল আম্পায়ারের তালিকা থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। তরুণদের জায়গা করে দেওয়ার লক্ষ্যে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।তাদের জায়গায় ঢুকেছেন দক্ষিণ আফ্রিকার আলাহুদিন পালেকার ও ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। পালেকার ৪ টেস্ট, ২৩ ওয়ানডে ও ৬৭টি টি-টোয়েন্টি এবং ওয়ার্ফ ৭ টেস্ট, ৩৩ ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন।আইসিসি চেয়ারম্যান জয় শাহ এলিট প্যানেলে মনোনিত হওয়া আম্পায়ারদের অভিনন্দন জানিয়েছেন। একইসাথে বিদায়ী আম্পায়ার গফ এবং উইলসনকে ধন্যবাদ জানিয়ে।

আইসিসি এলিট প্যানেল অফ আম্পায়ার্স (২০২৫-২৬):

– কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
– ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড)
– অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)
– রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
– রিচার্ড কেটলবোরো (ইংল্যান্ড)
– নিতিন মেনন (ভারত)
– আল্লাহুদিন পালেকার (দক্ষিণ আফ্রিকা)
– আহসান রাজা (পাকিস্তান)
– পল রাইফেল (অস্ট্রেলিয়া)
– শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ)
– রডনি টাকার (অস্ট্রেলিয়া)
– অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)