
অসাধারণ একটি মৌসুম শেষ করতে যাচ্ছে বার্সেলোনা।স্প্যানিশ লা লিগায় বাকি আরও এক রাউন্ড। এর আগেই চুক্তির মেয়াদ বাড়িয়ে নিলেন স্প্যানিশ জায়ান্টদের ডাগ আউট আলোকিত করে রাখা হান্সি ফ্লিক। নতুন চুক্তিতে কাতালানদের সঙ্গে ২০২৭-এর জুন পর্যন্ত থাকছেন এই জার্মান কোচ।২০২৪-এ জাভি হার্নান্দেজের উত্তরসূরি হিসেবে বার্সায় যোগ দেন ফ্লিক। চলতি মৌসুমে কাতালুনিয়ান ক্লাবটিকে জিতিয়েছেন স্প্যানিশ লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। ঘরোয়া ফুটবলে তিনটি শিরোপা জেতানো কোচের সঙ্গে নতুন চুক্তির খবর জানিয়েছে বার্সেলোনা। এর আগে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো এই কোচ দায়িত্ব নেন স্বদেশি জাতীয় দলের।
দেশকে আশানুরূপ ফল না দিতে পারায় ২০২৩-এর সেপ্টেম্বরে ছাটাই হন তিনি। তারপর বার্সায় এসে তার হাত ধরে অল্প সময়ের মধ্যেই নিজেদের মেলে ধরেন লামিন ইয়ামাল-রাফিনহারা। গত বছরের শেষটা তেমন মনে রাখার মতো না গেলেও চলতি বছরে এক কথায় অসাধারণ ফ্লিকের বার্সেলোনা। মৌসুমে মোট চারবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার বারের দেখায় প্রতিবারই জয় তুলে নেয় ব্লাউগ্রানারা। এই চার ম্যাচে তাদের মোট গোল ১৬টি। ফ্লিককে নিয়ে বার্সা কী পরিমাণ খুশি, তা ফুটে উঠেছে তার চুক্তির মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে বার্সার বিবৃতিতেই। স্প্যানিশ জায়ান্টরা লেখে, ‘হান্সি ফ্লিক এখানে তার প্রথম মৌসুমেই দলের মধ্যে বিশ্বাসের জন্ম দিয়ে, দুর্দান্ত সব মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্প লিখে ও ট্রফি জিতিয়ে, অনেক ভাবে বার্সেলোনা সমর্থকদের খুশি করেছেন।