Dhaka 11:10 pm, Thursday, 20 March 2025

ইফতারে এনার্জি বুস্টার ড্রিংক প্রয়োজন

পবিত্র রমজান মাসে ভোরে সেহরির ।

পবিত্র রমজান মাসে ভোরে সেহরির পর থেকে সন্ধ্যায় মাগরিব পর্যন্ত না খেয়ে রোজা পালন করতে হয়। মাগরিবে ইফতারের সময় শরীর ও মন ঠান্ডা করার জন্য রকমারি পানীয় রাখা হয়। পাশাপাশি বিভিন্ন মুখরোচক খাবার তো রয়েছেই।

মহব্বতের শরবত: রোজায় জনপ্রিয় শনেয়া যাক।রবতের মধ্যে অন্যতম মহব্বতের শরবত। এটি তরমুজ ও গোলাপের রস দিয়ে তৈরি করা হয় বলে এর রংও গোলাপি হয়। ঠান্ডা দুধ ও বরফের টুকরো থাকায় ইফতারে এই শরবত পানে শরীরে প্রশান্তি আনে। তরমুজের টুকরো, ঠান্ডা দুধ, বরফ ও গোলাপের রস একত্রে মিশিয়ে তৈরি করা হয় মহব্বতের শরবত।

জল্লাব: রমজানের সময় মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী বিশেষ পানীয় এই জল্লাব। এটি তৈরি করা হয় খেজুর, আঙুরের গুড়, গোলাপ জল ও পাইন নাটস একসঙ্গে মিশিয়ে। ইফতারের সময় ডায়েটে রাখতে পারেন পানীয়টি। এটি আপনাকে শুধু হাইড্রেটই করে না, বরং শক্তি ও পুষ্টিও সরবরাহও করে থাকে।

লেবু-পুদিনা কুলার: রোজায় ঘরে বসেই সহজেই সুস্বাদু ও স্বাস্থ্যকর লেবু-পুদিনা কুলার তৈরি করতে পারেন। এ জন্য পাতিলেবুর রস, পুদিনার পাতা, চিনি ও পানি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি ছেঁকে নিন এবং ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। তারপর ইফতারের সময় বের করে পান করুন এই পানীয়টি। এটি আপনাকে হাইড্রেট রাখার পাশাপাশি আপনার হজমেও সহায়তা করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ইফতারে এনার্জি বুস্টার ড্রিংক প্রয়োজন

Update Time : 12:59:14 pm, Thursday, 20 March 2025

পবিত্র রমজান মাসে ভোরে সেহরির পর থেকে সন্ধ্যায় মাগরিব পর্যন্ত না খেয়ে রোজা পালন করতে হয়। মাগরিবে ইফতারের সময় শরীর ও মন ঠান্ডা করার জন্য রকমারি পানীয় রাখা হয়। পাশাপাশি বিভিন্ন মুখরোচক খাবার তো রয়েছেই।

মহব্বতের শরবত: রোজায় জনপ্রিয় শনেয়া যাক।রবতের মধ্যে অন্যতম মহব্বতের শরবত। এটি তরমুজ ও গোলাপের রস দিয়ে তৈরি করা হয় বলে এর রংও গোলাপি হয়। ঠান্ডা দুধ ও বরফের টুকরো থাকায় ইফতারে এই শরবত পানে শরীরে প্রশান্তি আনে। তরমুজের টুকরো, ঠান্ডা দুধ, বরফ ও গোলাপের রস একত্রে মিশিয়ে তৈরি করা হয় মহব্বতের শরবত।

জল্লাব: রমজানের সময় মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী বিশেষ পানীয় এই জল্লাব। এটি তৈরি করা হয় খেজুর, আঙুরের গুড়, গোলাপ জল ও পাইন নাটস একসঙ্গে মিশিয়ে। ইফতারের সময় ডায়েটে রাখতে পারেন পানীয়টি। এটি আপনাকে শুধু হাইড্রেটই করে না, বরং শক্তি ও পুষ্টিও সরবরাহও করে থাকে।

লেবু-পুদিনা কুলার: রোজায় ঘরে বসেই সহজেই সুস্বাদু ও স্বাস্থ্যকর লেবু-পুদিনা কুলার তৈরি করতে পারেন। এ জন্য পাতিলেবুর রস, পুদিনার পাতা, চিনি ও পানি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি ছেঁকে নিন এবং ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। তারপর ইফতারের সময় বের করে পান করুন এই পানীয়টি। এটি আপনাকে হাইড্রেট রাখার পাশাপাশি আপনার হজমেও সহায়তা করে।