
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ২নং ফেরিঘাট এলাকা থেকে একটি পুরাতন ট্রলার ও ৭ ব্যারেল চোরাই ডিজেল তেলসহ ২জন চোরাকারবারি’কে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ কামাল শেখ(৩৫) পিতা মৃত ছলিম শেখ সাং মজিদ শেখেরপাড়া, মোঃ হাবিল ব্যাপারী (৩২)পিতা সাত্তার বেপারী সাং নাছির সরদার পাড়া উভয় থানাঃ গোয়ালন্দ ঘাট জেলাঃ রাজবাড়ী।
এ বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইমরান হোসেন তুহিন। পরে বলেন,নদীতে থাকা সরকারি-বেসরকারি ড্রেজার, কার্গো জাহাজ ফেরি, লঞ্চ সহ, বিভিন্ন নৌ যান থেকে তেল চুরি করে খুচরা বাজারে কম দামে বিক্রির ঘটনা হরহামেশাই ঘটে। দীর্ঘদিন ধরে একটি চক্র এই কাজ করে আসছিল। অবশেষে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ধরা পড়েছে এই চক্রের ২জন সদস্য। প্রতিটি ব্যারেলে ২০০ লিটার করে মোট ১৪০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) আছে। প্রতি লিটার তেলের দাম ১০৫ টাকা, যার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। পরে আসামিদ্বয়কে নিয়মিত মামলা অজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।