
চট্রগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে (২৭ নভেম্বর) রোজ বুধবার দুপুরে ২:৩০টার দিকে, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন আসলাম , ফোরামের সদস্য ওয়াহেদুজ্জামান বুলা, আসম আব্দুর রউফ, মইনুদ্দিন মইনুল, মানি খন্দকার ও জীল্লুর রহমান জালাল বক্তব্য রাখেন।
এসময় সভায় বক্তারা বলেন, চট্রগামের বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত শাস্তি দাবি জানাচ্ছি। আজকে এই বাংলাদেশে পুলিশ বাহিনীকে নষ্ট করে দেয়া হয়েছে। পুলিশ বাহিনী সক্রিয় থাকলে আদালত প্রাঙ্গনে এ ধরণের হত্যার ঘটনা কখনো ঘটতো না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে ও দ্রুত বিচার করে তাদের শাস্তির দাবি করেন বক্তারা।