
বাংলাদেশের প্রয়োজন বুঝতে পারছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সে অনুযায়ী আরও সহায়তার প্রতিশ্রুতি মিলেছে ব্যাংকটির পক্ষ থেকে। মঙ্গলবার (২ এপ্রিল) সচিবালয়ে এডিবি ভাইস প্রেসিডেন্ট (সেক্টর ও থিমস) ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসব কথা জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠকে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারও উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:এডিবির কাছ থেকে ৭১ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
মন্ত্রী ও সচিব বলেন, এডিবির কাছে আরও বাজেট সহায়তা চাওয়া হয়েছে। এডিবি ভাইস প্রেসিডেন্ট বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এডিবি এখন বাংলাদেশের প্রয়োজন বুঝতে পারছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আমরা এডিবির সঙ্গে সম্পর্ক ডেভেলপ করছি ৫০ বছর ধরে। এটা আরও ভালো হবে, আরও শক্তিশালী হবে। আমরা এডিবির বার্ষিক সম্মেলনে যাচ্ছি। সেখানে আরও আলোচনা হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা খুবই সন্তুষ্ট। যেভাবে আমাদের সম্পর্কের উন্নতি হচ্ছে তাতে মনে হচ্ছে, তারা আমাদের প্রয়োজন বুঝতে পারছে।
আরো পড়ুন:বিশ্বব্যাংকের এমডির সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক
এ সময় অর্থসচিব বলেন, এডিবি আমাদের ৫০ বছরের বন্ধু। আমরা এডিবির কাছ থেকে ফান্ড পেয়ে আসছি, ভবিষ্যতে যেন আরও পাই, সেজন্য স্যার (অর্থমন্ত্রী) অনুরোধ করেছেন। করোনার সময় এডিবি আমাদের বাজেট সহায়তা দেওয়ায় আমরা অর্থনৈতিক সংকট দ্রুত উতরাতে পেরেছি। এই বাজেট সাপোর্ট যাতে আরও বাড়ে সেজন্য অনুরোধ করা হয়েছে।
https://www.youtube.com/watch?v=o735wE9kbpo&t=15s
One thought on “বাংলাদেশের প্রয়োজন বুঝতে পারছে এডিবি : অর্থমন্ত্রী”