
একসঙ্গে ৩৫ হাজার মানুষের অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় হবে ঈদের প্রধান জামাত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধায়নে সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে।
তবে আবহাওয়া বৈরি হলে সেক্ষেত্রে ঈদগাহের বদলে আধাঘণ্টা দেরিতে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন।
সার্বিক প্রস্তুতির তথ্য তুলে ধরে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়োজন পরিচালনা করছে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।” “এই ঈদগাহে যাতে প্রায় ৩৫ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন সেরকম প্রস্তুতি আমরা নিয়েছি। ভিভিআইপি গ্যালারিতে ২৫০ জনের মতো নামাজ আদায় করতে পারবেন।“
প্রশাসক জানিয়েছেন চিকিৎসা সেবা দিতে দুইটি মেডিকেল টিম ঈদগাহে প্রস্তুত থাকবে। ঈদগাহে মূল প্রবেশ পথ করা হয়েছে দুইটি।ভিভিআইপিদের প্রবেশের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গন দিয়ে আলাদা একটি গেইট করা হয়েছে। এছাড়া নারীদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা করার পাশাপাশি, তাদের জন্য আলাদা প্রবেশপথ করা হয়েছে।