Dhaka 8:10 am, Thursday, 20 March 2025

চারটি দেশের শিল্পী ও ১৫টি দেশের মিউজিশিয়ান

সংগীতশিল্পী পাভেল আরীনের লিভিং রুম সেশন প্রথম সিজন শেষ হয়েছে। চিরকুট ব্যান্ডের এই সদস্যের উদ্যেগে প্রথম সিজনে ছিল ৯ গান।

আবার নতুন সিজন শুরু করেছেন তিনি। গত বছর এই আয়োজনের মাঝামাঝিতে পাভেল বলেন, স্বপ্ন দেখেন বিশ্বমঞ্চে বাংলাদেশের গানকে নিয়ে যাওয়ার। তা শতভাগ সম্ভব মনে করেন তিনি, প্রয়োজন শুধু লক্ষ্য ঠিক থাকা এবং কাজের প্রতি সৎ থাকা। ঠিক ১০ মাস পার হতেই পাভেল জানালেন, লিভিং রুম সেশন দ্বিতীয় সিজন শুরু করছেন। এই প্ল্যাটফর্মে গাইবেন চার দেশের শিল্পীরা। ১২ গান দিয়ে সাজানো এই আয়োজনে বাজাবেন ১৫ দেশের যন্ত্রশিল্পীরা।

লিভিং রুম সেশন দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক কার্যক্রম গত শনিবার শুরু হয়েছে লন্ডনে। যুক্তরাজ্যের লন্ডনের দ্য আইভি টাওয়ার ব্রিজে নতুন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়।

পাভেল জানালেন, আনুষ্ঠানিক পথচলা চুক্তি স্বাক্ষরে হলেও কাজটা তিনি আরও আগেই শুরু করেছেন। চার দেশের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করাও হয়েছে। যাঁরা শিল্পীদের সঙ্গে সঙ্গত করবেন, তাঁদের সঙ্গেও আলাপ–আলোচনা চূড়ান্ত।

পাভেল আরীন বলেন, সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে ভালোবাসা, শান্তি ও ঐক্যের প্রচার করে বাংলা সংগীতকে বৈশ্বিক দরবারে তুলে ধরার স্বপ্ন নিয়ে এই প্রকল্পের কাজ করা। আমি বিশ্বাস করি, বাংলা সংগীতকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এই আয়োজন, বিশ্বব্যাপী সবাইকে একত্র করতেও পারব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

চারটি দেশের শিল্পী ও ১৫টি দেশের মিউজিশিয়ান

Update Time : 01:16:41 pm, Wednesday, 15 January 2025

সংগীতশিল্পী পাভেল আরীনের লিভিং রুম সেশন প্রথম সিজন শেষ হয়েছে। চিরকুট ব্যান্ডের এই সদস্যের উদ্যেগে প্রথম সিজনে ছিল ৯ গান।

আবার নতুন সিজন শুরু করেছেন তিনি। গত বছর এই আয়োজনের মাঝামাঝিতে পাভেল বলেন, স্বপ্ন দেখেন বিশ্বমঞ্চে বাংলাদেশের গানকে নিয়ে যাওয়ার। তা শতভাগ সম্ভব মনে করেন তিনি, প্রয়োজন শুধু লক্ষ্য ঠিক থাকা এবং কাজের প্রতি সৎ থাকা। ঠিক ১০ মাস পার হতেই পাভেল জানালেন, লিভিং রুম সেশন দ্বিতীয় সিজন শুরু করছেন। এই প্ল্যাটফর্মে গাইবেন চার দেশের শিল্পীরা। ১২ গান দিয়ে সাজানো এই আয়োজনে বাজাবেন ১৫ দেশের যন্ত্রশিল্পীরা।

লিভিং রুম সেশন দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক কার্যক্রম গত শনিবার শুরু হয়েছে লন্ডনে। যুক্তরাজ্যের লন্ডনের দ্য আইভি টাওয়ার ব্রিজে নতুন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়।

পাভেল জানালেন, আনুষ্ঠানিক পথচলা চুক্তি স্বাক্ষরে হলেও কাজটা তিনি আরও আগেই শুরু করেছেন। চার দেশের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করাও হয়েছে। যাঁরা শিল্পীদের সঙ্গে সঙ্গত করবেন, তাঁদের সঙ্গেও আলাপ–আলোচনা চূড়ান্ত।

পাভেল আরীন বলেন, সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে ভালোবাসা, শান্তি ও ঐক্যের প্রচার করে বাংলা সংগীতকে বৈশ্বিক দরবারে তুলে ধরার স্বপ্ন নিয়ে এই প্রকল্পের কাজ করা। আমি বিশ্বাস করি, বাংলা সংগীতকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এই আয়োজন, বিশ্বব্যাপী সবাইকে একত্র করতেও পারব।