
ময়মনসিংহ শহরের শম্ভূগঞ্জ বাইদ্যাপাড়ার প্রবীন সাংবাদিক স্বপন ভদ্রকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী শনিবার সকালে ওই এলাকার একটি চায়ের স্টলে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে
১২ (অক্টোবর) শনিবার সকাল ১১ টার দিকে শম্ভুগঞ্জ বাইদ্যাপাড়া চা স্টলে বসে চা খাওয়ার সময় স্বপন ভদ্রকে আকষ্মিক ভাবেন একদল সন্ত্রাসী দা দিয়ে এলোপাথারি ভাবে কোপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় ।স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকগণ সাংবাদিক স্বপন ভদ্রকে মৃত ঘোষনা করেন।খবর পেয়ে ময়মনসিংহ কতোয়ালী থানার পুলিশ হাসপাতাল থেকে ওই সাংবাদিকের মৃতদেহটি উদ্ধার করে