
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মৌভাষা বামনটারী চর গ্রামে গৃহবধূ ছালেহা বেগম হত্যার ঘটনায় অভিযুক্ত আসামি বুলবুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) দুপুরে রংপুরের সিনিয়র জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির এই রায় দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ মার্চ ছালেহা বেগমের ছেলে সাজু মিয়াকে তুচ্ছ একটি ঘটনার কারণে বুলবুলের নেতৃত্বে কয়েকজন আসামি এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে ছালেহা বেগম ছেলেকে রক্ষা করতে এগিয়ে আসলে আসামিরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।এই ঘটনায় ছালেহা বেগমের স্বামী মঞ্জুম আলী বাদী হয়ে গঙ্গাচড়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সাত আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি বুলবুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে অপর তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।