জানা যায়, নিহতের স্বামী সিরাজুল ইসলাম ঘরের মধ্যে প্রবেশ করে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক জানান, বাইশারীতে একজন গৃহবধূকে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি।