Dhaka 8:27 pm, Sunday, 30 March 2025

চুয়াডাঙ্গায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষ

নিহত ১

চুয়াডাঙ্গা পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে বিপুল হোসেন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহত বিপুল হোসেন সরোজগঞ্জ ছয়মাইল এলাকার আইতাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত বিপুল তার ভাই বিপ্লব ও বন্ধু ওয়াশিম মোটরসাইকেলে ঈদের বাজার করতে চুয়াডাঙ্গা শহরে আসছিল। পৌর বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সাথে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা বিপুল নিহত হন এবং বাকি দু’জন আহত হন। অপরদিকে, ইজিবাইকের ৩ আরোহীও আহত হন।

আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুই মোটরসাইকেল আরোহী বিপ্লব ও ওয়াশিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

চুয়াডাঙ্গায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষ

Update Time : 11:55:12 am, Thursday, 27 March 2025

চুয়াডাঙ্গা পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে বিপুল হোসেন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহত বিপুল হোসেন সরোজগঞ্জ ছয়মাইল এলাকার আইতাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত বিপুল তার ভাই বিপ্লব ও বন্ধু ওয়াশিম মোটরসাইকেলে ঈদের বাজার করতে চুয়াডাঙ্গা শহরে আসছিল। পৌর বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সাথে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা বিপুল নিহত হন এবং বাকি দু’জন আহত হন। অপরদিকে, ইজিবাইকের ৩ আরোহীও আহত হন।

আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুই মোটরসাইকেল আরোহী বিপ্লব ও ওয়াশিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানেন তিনি।