
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিস্ফোরক মামলায় গ্রেফতার ছেলের জামিন না হওয়ায় হার্ট অ্যাটাকে মায়ের আকষ্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার রাত ৯ টায় দিগে হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. শুক্কুর মাহমুদের ছেলে পুমদী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সংগঠনিক সম্পাদক মো. জলিল মিয়া গত ৪ জানুয়ারি বিস্ফোরক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়। রবিবার তার জামিন হওয়ার কথা ছিল। বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করার সংবাদ শুনে তার গর্ভধারিণী মা রাত ৯ টায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ৪ জানুয়ারি রাত আনুমানিক ১টার সময় হোসেনপুর উপজেলার মাস্টার বাজারে অবস্থিত নিজ দোকান থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পুমদী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো. জলিল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে কিশোরগঞ্জ সদর থানার একটি বিস্ফোরক মামলায় অভিযুক্ত করা হয়। একমাস যাবৎ সে কারাগারে বন্দী অবস্থায় রয়েছে। এদিকে রবিবার বাবা মায়ের একমাত্র সন্তান জলিল মিয়ার মা ছেলের জামিনের প্রত্যাশায় অপেক্ষা করতে ছিলেন এমন সময় খবর আসে জামিন হয়নি। এই সংবাদ পাওয়ার পর তিনি হার্ট অ্যাটাকে মৃত্যু বরন করেন। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য: মাকে শেষবারের মতো দেখতে ও জানাজায় অংশগ্রহণ করতে জামিন মঞ্জুর করে বিজ্ঞ আদালত।