
বিগ ম্যাচে আবারো বসুন্ধরা কিংসকে হারালো মোহামেডান স্পোর্টিং ক্লাব। এতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও সংহত করলো সাদাকালো জার্সিধারীরা। গতকাল কিংস অ্যারেনায় বাংলাদেশ প্রিমিয়ার লীগের ম্যাচে বসুন্ধরাকে ২-১ গোলে হারায় মোহামেডান। জোড়া গোলে মোহামেডানের জয়ের নায়ক সুলেমানে দিয়াবাতে। প্রথম পর্বের দেখায় কিংসকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান। গত ডিসেম্বরের ওই ম্যাচেও জয়সূচক গোলটি করেন দিয়াবাতে। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো মোহামেডান। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে দলটি।
এদিন ম্যাচে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও পজেশনে আধিপত্য বিস্তারে মনোযোগী ছিল দুই দল। এরই মধ্যে অষ্টাদশ মিনিটে স্নায়ুর চাপে তালগোল পাকিয়ে গোল হজম করে বসে কিংস। নিজেদের অর্ধ থেকে লং বল বাড়িয়েছিলেন মোজাফ্ফর মোজাফ্ফরভ, দিয়াবাতের পাহারায় ছিলেন দেসিয়েল লুইস দল সান্তোস। একই সময় বল আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণও। দিয়াবাতের চ্যালেঞ্জে দেসিয়েল ভারসাম্য হারালে বল বেরিয়ে যায়, শ্রাবণও পারেননি ক্লিয়ার করতে।দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় সবশেষ ফেডারেশন কাপের ম্যাচে আবাহনীর কাছে টাইব্রেকারে হেরে আসা কিংস। আক্রমণে ওঠা সানডেকে অযথা মাঝমাঠের একটু ওপরে পেছন থেকে জার্সি ধরে টেনে ফেলে দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রিমন।