
কুমিল্লায় পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় মোবাইল ও অবৈধ পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (২৪ মার্চ) বিকেলে ১০ বিজিবি’র কার্যালয় থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোরে আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্টের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাচথুবী হাইস্কুল সংলগ্ন স্থান থেকে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ১৭ হাজার ৯৭০ পিস বিভিন্ন প্রকার বাজি, ৫৮০ পিস শাড়ী, ১৩৫ পিস কাশ্মীরি শাল, ৫৭ পিস শার্ট, ৩৯৬পিস গেঞ্জি এবং ১টি মিনি ট্রাক আটক করা হয়। যার মূল্য ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা।
এদিকে রোববার (২৩ মার্চ) দিবাগত রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির সীমান্তে নোয়াপুর কাচিগাং মাঠ নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ২৫টি পুরাতন এবং ৯৬টি নতুন বিভিন্ন প্রকার মোবাইল ফোন জব্দ করা হয়। যার মূল্য ৫১ লাখ ৯৯ হাজার ৮৫৪ টাকা।বিজিবি- ১০ এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, পৃথক দুটি অভিযানে ১ কোটি ৮ লাখ ৩৭ হাজার ৩০৪ টাকার ভারতীয় মোবাইল ও অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মোবাইল ও পণ্য বিধি অনুযায়ী কাস্টমস এ জমা দেয়া করা হবে।